E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জামালপুরে ৫০ হাজার মানুষ পানিবন্দী, ১৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 

২০১৯ জুলাই ১৪ ১৬:৩৪:০৪
জামালপুরে ৫০ হাজার মানুষ পানিবন্দী, ১৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 

রাজন্য রুহানি : টানা বর্ষণ ও উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে বাড়ছে জামালপুরের যমুনা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদনদীর পানি। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের ১৭ টি ইউনিয়ন। পানিবন্দী হয়েছে এসব এলাকার অন্তত ৫০ হাজার মানুষ।

যমুনার তীব্র স্রোতে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের ৩টি সংযোগ সড়কবাঁধ ভেঙে বন্ধ হয়ে গেছে ইসলামপুর-আমতলী সড়ক যোগাযোগ। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা কবলিত এলাকার প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।

বন্যা দুর্গতদের জন্য জেলায় ৯০ মেট্রিক টন চাল, নগদ ২ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

(আরআর/এসপি/জুলাই ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test