E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন

২০১৯ জুলাই ১৪ ১৭:০০:০৩
রাণীশংকৈলে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈলে ৫০শয্যাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যানা সংকট জনবল নিয়োগ প্রদানের দাবিতে ও অব্যবস্থাপনার প্রতিবাদে সচেতন রাণীশংকৈলবাসী ব্যানারে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধন শেষে স্বাস্থ্য মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের প্রধান ফটকে ছাত্র-জনতা রাজনৈতিক ব্যক্তিসহ সুধি মহলের উপস্থিতিসহ বৃষ্টির মধ্যেও বিপুল মানুষের অংশ গ্রহণে এ কর্মসুচি পালিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তারেক আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা তাতী লীগের সদস্য সচিব কিনু ইসলাম স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবীব ডন জয়ভীম ছাত্র-যুব সংসদের কেন্দ্রীয় সভাপতি প্রসেনজিৎ দাস মলয় সম্প্রতি মৃত এক নবজাতকের চাচাতো ভাই ডলার প্রমুখ।

এ সময় বক্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগের দাবীতে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও বক্তরা বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম যেমন ঠিকমত বিনামুল্যের ওষুধ বিতরণ না করা। কমিউনিটি ক্লিনিক সময়মত না খোলা রাখা ঠিকমত ওষুধ বিতরণ না করা। জেনারেটরের তেলের বিল নিলেও জেনারেটর না চালু করাসহ সম্প্রতি চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে বক্তরা তাদের বক্তৃতায় দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারের বিরুদ্বে সাধারণ মানুষসহ অফিসের বিভিন্ন ষ্টাফদের সাথেও খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে। এছাড়াও প্রায় অর্ধশতাধিক মাদ্রসারা শিক্ষার্থীরা এবারে কৃমি ট্যাবলেট সেবন করতে পারে নি বলে অভিযোগ উঠেছে। বক্তরা অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগসহ অব্যবস্থাপনা প্রতিরোধে উর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।

এ বিষয়ে বক্তব্য নিতে গতকাল রোববার বিকাল ৪টা৪১ মিনিটে মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

(কেএ/এসপি/জুলাই ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test