E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জকিগঞ্জের আলোচিত কামাল হত্যা মামলায় ছোট ভাইয়ের ফাঁসি

২০১৯ জুলাই ১৪ ১৮:৩০:২৬
জকিগঞ্জের আলোচিত কামাল হত্যা মামলায় ছোট ভাইয়ের ফাঁসি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের লাকি হোটেলের মালিক কামাল হোসেন হত্যা মামলায় ছোট ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। 

রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী জাকির হোসেন জকিগঞ্জ পৌরশহরের খলাছড়া গ্রামের মরহুম শফিকুল হকের ছেলে।

জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় জকিগঞ্জ বাজারের লাকি হোটেলের মালিক কামাল হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার সৎভাই জাকির হোসেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল কামাল হোসেনের মেয়ে জিনানুল জান্নাত নিহা। হত্যাকান্ডের ঘটনায় কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা বাদি হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ ঘাতক জাকিরকে আটক করে। এক সন্তানের জনক আসামী জাকিরের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। আদালত রবিবার আদালত জাকির হোসেনের ফাঁসি ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডের রায় ঘোষনা করেন।

(এ/এসপি/জুলাই ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test