E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে গ্রামীণ রাস্তার বেহাল দশা

২০১৯ জুলাই ১৬ ১৭:৫৮:৪০
সাপাহারে গ্রামীণ রাস্তার বেহাল দশা

নওগাঁ প্রতিনিধি : দেশের অন্যান্য এলাকার ন্যায় নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার সর্বত্রই উন্নায়নের ছোঁয়া লাগলেও উপজেলার সাপাহার-রহনপুর প্রধান সড়কের পার্শ্ব রাস্তা বাসুলডাঙ্গা গ্রাম হয়ে পিছলডাঙ্গা গ্রামীন প্রায় ২/৩ কিঃমিঃ রাস্তায় কোন হেয়ারিং কিংবা পাকাকরণ হয়নি। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে সদর ইউনিয়নের প্রায় একাংশ জনগোষ্ঠির মধ্যে ভোগান্তি চরমে ওঠে। 

এলাকাবাসী জানান, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার নির্বাচনী এলাকায় গ্রামীন রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন সাধন করলেও গ্রামীন জনপদে ওই রাস্তাটি রয়ে যায় একেবারে অবহেলিত।

এছাড়া বাসুলডাঙ্গা হতে পিছলডাঙ্গা পর্যন্ত ওই রাস্তার উভয় পার্শ্বে রয়েছে শত শত বিঘা জমিতে আম বাগান। প্রতিবারের ন্যায় এবারেও বর্ষা মৌসুমে বাগান মালিকরা তাদের বাগানের উৎপাদিত আম নিয়ে পড়েছেন চরম বিপাকে। বহু কষ্টে তাদের বাগানের আমগুলিকে উপজেলা সদরের আমের আড়তে আনতে হচ্ছে তাদের।

এতে প্রতিটি বাগান মালিকদের খরচ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাপাহার সদর ইউনিয়নের বাসুলডাঙ্গা, পিছলডাঙ্গা, মধ্যপাড়া, সাহাবাজপুর, মলপাড়া, পানিতইড়সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে ওই পথে।

সদর ইউনিয়নের পিছলডাঙ্গা গ্রাম হতে জাতীয় গুরুত্বপূর্ন সড়কসহ বিভিন্ন সড়কে যোগাযোগের জন্য সকল রাস্তাগুলি ইতোমধ্যেই পাকাকরণ করা হয়েছে। অথচ পিছলডাঙ্গা অত্র ইউনিয়নের সব চেয়ে ঘনবসতি ও গুরুত্বপূর্ন গ্রাম হলেও গ্রামীন জনপদের ওই রাস্তাটির উন্নয়ন হয়নি এখনও। রাস্তাটির উন্নয়ন না হওয়ায় ওইসব এলাকার মানুষ বর্ণনাতিত কষ্ট করে ওই পথে যাতায়াত করে থাকেন।

অবিলম্বে সাপাহার সদর ইউনিয়নের ওই রাস্তাটি পাকা করণের মধ্য দিয়ে জনগনের কষ্ট দুর করার জন্য এলাকাবাসী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করেছেন।

(বিএম/এসপি/জুলাই ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test