E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইগাতীতে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী আটক

২০১৪ জুলাই ৩০ ১৩:০৯:১৫
ঝিনাইগাতীতে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী আটক

শেরপুর প্রতিনিধি : আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে। নিহত সৈয়দুর রহমান ফজু (৫৫) একজন ঠিকাদার এবং ওই এলাকার মকবুলের হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক স্ত্রী আসমা বেগমকে (৪০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বাড়ির লোকজন।

ঝিনাইগাতীর রামের কুড়া এলাকার বাসিন্দা ঠিকাদার সৈয়দুর রহমান ফজু প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ১০ বছর আগে আসমা বেগমকে বিয়ে করেন। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে আজ বুধবার ভোরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দুর রহমান বসতঘরে ঘুমিয়ে থাকার সময় স্ত্রী আসমা বেগম কুড়াল দিয়ে স্বামীকে কোপ দেন। এতে তার গলায় গুরুতর জখম হলে মুমূর্ষু অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পরপরই স্বামী ঘাতক স্ত্রী আসমাকে বাড়ির লোকজন কুড়ালসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ হেফাজতে থাকা আসমা বেগম স্বামীকে হত্যার কথা স্বীকার করে সংবাদ মাধ্যমকে নির্বিকার চিত্তে জানান, স্বামী পরকিয়ায় আসক্ত। এ নিয়ে তাদের মধ্যে অনেক তর্কবিতর্ক হয়েছে। তাকে অনেক বললেও সে তাতে কর্ণপাত না করায় খুন করতে বাধ্য হয়েছেন। ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আসমা বেগমকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এইচবি/এটিআর/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test