E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৌরীপুরে সংবাদ সম্মেলন

২০১৯ জুলাই ১৭ ১৭:৩৫:৫৯
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৌরীপুরে সংবাদ সম্মেলন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৭ জুলাই) উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জান্নাত-এ-হুর বলেন, সমগ্র বাংলাদেশের সাথে তাল মিলিয়ে গৌরীপুরে মৎস্য অধিদপ্তর স্থানীয় মৎস্য চাষী, মৎস্যজীবি, জেলে, রেণু ও পোনা উৎপাদনকারী, মৎস্য বিক্রেতা, খুচরা ও পাইকারী মৎস্য খাদ্য বিক্রেতা প্রমুখের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত অর্থ বছরে এ উপজেলার ৪১০ জন নারী ও পুরুষকে মৎস্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। হাতে কলমে আধুনিক মৎস্য চাষ বিষয়ে ধারণা দেয়ার জন্য ২০টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরসহ ১১টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বিল ও প্লাবনভূমি সমূহে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১টি বিলে বিল নার্সারী স্থাপন করা হয়েছে। ২৬৭ জনের বেশি মৎস্য চাষীকে মাছ চাষ ও মাছের রোগ প্রতিরোধ/প্রতিকার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়া মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন আইন বাস্তবায়নে লক্ষে ১৭টি মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়েছে। এ অর্থ বছরে গৌরীপুর উপজেলায় মৎস্য উৎপাদনের পরিমান ১৫ হাজার ৩২ মে.টন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গৌরীপুর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৭ দিনব্যাপি কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

(এস/এসপি/জুলাই ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test