E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে পাশের হার ৭১.৭৮ শতাংশ, মেয়েরা এগিয়ে

২০১৯ জুলাই ১৭ ১৮:২১:০৬
দিনাজপুরে পাশের হার ৭১.৭৮ শতাংশ, মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফল গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। এবার পাশের হার ৭১ দশমিক ৭৮। জিপিএ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। গতবছর ২০১৮ সালে পাশের হার ছিল ৬০ দশমিক ২১। জিপিএ ছিল ২২৯৭। পাশের দিকে এগিয়ে আছে মেয়েরা।ছেলেদের পাশের হার ৬৮.৩৭ ভাগ আর মেয়েদের পাশের হার ৭৫.৩৯ ভাগ।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছিল ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন। এর মধ্যে ৬৩ হাজার ৯৭৫ জন ছাত্র ও ৬০ হাজার ৩৫৮ জন ছাত্রী।

এবার বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ৬৫৮টি কলেজের পরীক্ষার্থীরা ১৯৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। এবারো ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। ছেলেদের পাশের হার ৬৮.৩৭ ভাগ আর মেয়েদের পাশের হার ৭৫.৩৯ ভাগ।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি। আর শতভাগ পাশ করেছে এমন কলেজ ২০।

মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করতে পারেনি আর শতভাগ পাশ করেছে ২০টি প্রতিষ্ঠান থেকে। এই বোর্ডে শুধুুমাত্র ইংরেজিতেই অকৃতকার্য হয়েছে ২৯ হাজার ৬৮ জন শিক্ষার্থী।

(এসএএস/এসপি/জুলাই ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test