E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামলা তুলে নিতে রাজি না হওয়ায় সাক্ষীর ওপর সশস্ত্র হামলা

২০১৯ জুলাই ১৭ ১৮:৫৫:৪০
মামলা তুলে নিতে রাজি না হওয়ায় সাক্ষীর ওপর সশস্ত্র হামলা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণা আদালতে বিচারাধীন একটি মামলার সাক্ষী দেয়ায় ওই মামলার প্রধান সাক্ষীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে আশিষ দেব কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাক্ষীর ওপর হামলার ঘটনায় সঞ্জয় চন্দ্র দেব বাদী হয়ে ভানু দত্তকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলার বাদী সঞ্জয় চন্দ্র দেব জানান, জমিজমা ও পূর্ব শত্রুতার বিভিন্ন বিষয়াদি নিয়ে একই গ্রামের ভানু দত্ত, আরাধন দত্ত, সুমন দত্ত, স্বদেশ দত্ত সহ তাদের অন্যান্য সহযোগিরা চলতি বছরের গত ১১ মার্চ লক্ষ্মী রানী দেব ও আশিষ দেবের ওপর হামলা চালায়। এ হামলার ঘটনায় তিনি বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৮ তারিখ- ১১/০৩/২০১৯ ইং।

মামলার বাদী জানান, আগের মামলায় আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদী ও স্বাক্ষীদেরকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। বাড়ির মেয়ে ছেলেদেরকেও পর্যন্ত নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ১ নম্বর সাক্ষীকে আদালতে গিয়ে সাক্ষী দেয়ার অপরাধে এবং মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ১৫ জুলাই রোববার রাতে তার উপর আবারো সশস্ত্র হামলা চালায়।

তিনি বলেন, আমাদের লোকজন বাড়িঘরে টিকতে পারছেনা। একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় তারা একের পর এক আমাদের লোকদের ওপর হামলা চালাচ্ছে। আমরা এসবের সুষ্ঠু তদন্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের এস.আই ছামেদুল হক বলেন, তাদের মধ্যে পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে মামলা মোকদ্দমা আছে। আমি সঞ্জয় দেবের মামলার তদন্ত করে আদালতে চার্জসীট দিয়েছি। ওই মামলার ১ নম্বর সাক্ষী আশিষ দেবের ওপর আবারও হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকেরা, শুনেছি এ ঘটনায় মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

(এসবি/এসপি/জুলাই ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test