E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দূর্গত মানুষের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী : টিটু এমপি

২০১৯ জুলাই ১৭ ১৯:০৩:৪৪
দূর্গত মানুষের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী : টিটু এমপি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন দূর্গত মানুষের পাশে সবসময় থাকেন আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মমতাময়ী দৃষ্টি আছে বলেই আজ আমরা যেকোন দূযোর্গ মোকাবেলা করতে ভয় পাই না। 

তিনি বুধবার (১৭ জুলাই) টাঙ্গাইলের নাগরপুরে বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কালে এসব কথা বলেন।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করুন। আপনাদের যাদের বাড়িতে বন্যার পানি উঠেছে তারা আমাদের প্রশাসনের পক্ষ থেকে খোলা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠুন। আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সলিমাবাদ ও দপ্তিয়র ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল বিতরন করা হয়। স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু নৌ-পথে সলিমাবাদ ও দপ্তিয়র ইউনিয়নের চরাঞ্চল পাইকশা মাইঝাইল ও নিশ্চিন্তপুর গ্রামের বন্যাদূর্গত এলাকা পরিদর্শন শেষে ৩ শতাধিক পরিবরের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান অ্যাড. দাউদুল ইসলাম দাউদ, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, কৃষিবিদ ইমরান হোসেন প্রমূখ।

উল্লেখ্য গত কয়েকদিনে যমুনা ধলেশ্বরী নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে নাগরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু পরিবার গৃহহীন হয়ে রাস্তার পাশে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

(আরএস/এসপি/জুলাই ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test