E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় এইচএসসিতে  ৬৭.৭১ শতাংশ পাশ

২০১৯ জুলাই ১৭ ১৯:০৭:০১
আগৈলঝাড়ায় এইচএসসিতে  ৬৭.৭১ শতাংশ পাশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে পাশের হার ৬৭ দশমিক ৭১।

বুধবার প্রকাশিত ফলাফলে কলেজের ১২৫জন শিক্ষার্থী পাশ করেছে। আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ আকবর আলী পরীক্ষার ফলাফল জানাতে না পারলেও অধ্যক্ষর ষ্টাফ সমীর বিশ্বাস জানায়, কলেজে থেকে মোট ২৩৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপি এ প্লাস পেয়েছে দুই জন, এ গ্রেড পেয়েছে ২২জন, এ মাইনাস পেয়েছে ৩৮জন, বি গ্রেড পেয়েছ ৭৯জন, সি গ্রেড পেয়েছে ৮৫জন। ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ১১৪জন।

অন্যদিকে গৌরনদী উপজেলার ৬টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে গৌরনদী উপজেলার সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে মাহিলাড়া ডিগ্রী কলেজ। গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর মাহিলাড়া কলেজ থেকে ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ শিক্ষার্থী। পাশের হার ৯৩.২০%। সরকারী গৌরনদী কলেজে ১ জন, বার্থী কলেজে ২ জন, সরিকল হোসনাবাদ নিজামউদ্দিন কলেজ ৭ জন, গৌরনদী গার্লস স্কুল এ্যা- কলেজ ৬ জন, বাটাজোর ফজলে করিম রাবেয়া কলেজে ২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

(টিবি/এসপি/জুলাই ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test