E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ঈভটিজিং এর দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

২০১৯ জুলাই ১৮ ১৬:৩৫:৩৩
ঠাকুরগাঁওয়ে ঈভটিজিং এর দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ঈভটিজিং এর দায়ে এক যুবককে কারাদন্ড দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানাগেছে,দিনাজপুর বীরগঞ্জ উপজেলার দেউলিগ্রামের হরেন চন্দ্রের বিবাহিত ও এক সন্তানের জনক বখাটে ছেলে দিপু চন্দ্র(২১) দীর্ঘদিন যাবত ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নুপুরকে উত্যক্ত করে আসছিল।বিবাহিত হওয়া সত্বেও সে নুপুরকে প্রেম নিবেদন করে ও ইতিমধ্যে নুপুরকে অসম্মান করার ভয়ে ৩০০০টাকাও নেয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সে একই ঘটনা ঘটালে স্থানীয়রা তাকে স্কুল প্রাঙ্গণেই আটক করে ঠাকুরগাঁও সদর উপজেলা ইউএনও কে খবর দেয়।পরে ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন ভ্রাম্যমাণ আদালত গঠন করে ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্ত দিপুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঘটনাস্থলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন জানান,বখাটের উৎপাত থেকে আমাদের সন্তানদের রক্ষা করার জন্যই এই শাস্তি প্রদান করা হয়েছে।

(এফ/এসপি/জুলাই ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test