E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মীমাংসা করে দেয়ার নামে জমি দখল! 

২০১৯ জুলাই ১৮ ১৯:২১:৩৭
মীমাংসা করে দেয়ার নামে জমি দখল! 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মামলাবাজ নাসির উদ্দীনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে  সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  কালিগঞ্জের মলেঙ্গা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে আমিনুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ১০/১২ বছর ধরে আমার ২ বিঘা জমি নিয়ে প্রতিবেশি আশরাফ এর সাথে বিরোধ চলে আসছিল তার। এমতাবস্থায় গত বছর রতনপুর ইউনিয়নের বন্দিপুর গ্রামের নাজির সরদারের ছেলে নাসির উদ্দীন সরদার একই ইউনিয়নের কদমতলা বাজারে ডেকে জমি জমার বিরোধ নিয়ে উভয় পক্ষের মিমাংসার প্রস্তাব দেয়।

মীমাংসা না হলেও বর্ষা মৌসুমে তার জমিতে নাসিরউদ্দিন সার ছিটাতে গেলে জমি তিনি কিনেছেন মর্মে দাবি করেন।
কালিগঞ্জ সহকারী জজ আদালত থেকে তিনি ডিগ্রি পেলেও নাসির উদ্দীন তা না মেনে ষড়যন্ত্র করতে থাকে। ওই জমি নিয়ে নাসিরউদ্দিন গত কয়েক বছরে ৫০টির বেশি মামলা দায়ের করেছেন বলে অভিযোগ করেন আমিনুল ইসলাম। এখন অবৈধভাবে সম্পত্তি দখলের জন্য তার ও ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নাসিরউদ্দিন ৮টি মিথ্যা ফৌজদারী মিথ্যা মামলা দিয়েছে।

তিনি আরো বলেন নাসির উদ্দীন দিনে ও রাতে অস্ত্র ও লোকজন নিয়ে তাকে খুন করার হুমকি দিচ্ছে। মিথ্যা মামলা মাদকদ্রব্য দিয়ে মামলা করিবে বলে হুমকি দিচ্ছে।

নাসির উদ্দীন অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কালোবাজারী পরসম্পদ লোভী আইন অমান্যকারী মাদক ব্যবসায়ী গডফাদার। তার নামে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে ওই সন্ত্রাসী নাসিরউদ্দীনের ষড়যন্ত্রে ও মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

সংবাদ সম্মেরনের মাধ্যমে সন্ত্রাসী নাসিরউদ্দীনের হাত থেকে পরিবার এবং নিজেকে রক্ষার জন্য উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

(আরকে/এসপি/জুলাই ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test