E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় ফকির মজনু শাহ সেতুর বাতি অচল : রাতে ভুতুড়ে পরিবেশ

২০১৯ জুলাই ১৯ ১৬:৩৩:০৫
কাপাসিয়ায় ফকির মজনু শাহ সেতুর বাতি অচল : রাতে ভুতুড়ে পরিবেশ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত ফকির মজনু শাহ সেতুর উপরের প্রায় সকল বৈদ্যুতিক বাতি দীর্ঘদিন যাবত অচল অবস্থায় রয়েছে। বাতির অভাবে অন্ধকার রাতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। সেতুর দু‘পাড়ে লাই্ট পোস্ট গুলো ঠাই দাড়িয়ে থাকলে রাতে বেলায় ও গুলোতে আলো জলে না। বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা অতিথিরা পোস্টে লাইট না থাকায় বিপাকে পড়তে হয়। বিদ্যুৎ চলে গেলে সেতুর আশপাশ এলাকায় ও অন্ধকার নেমে আসে। এ অবস্থায় গাড়ীর আলোবিহীন সেতু যেন গাঢ় আমাবস্যার গভীর রাত।

রাতে যানবাহনের আলো ছাড়া পথচলাই যেন অসম্ভব। বাতি না থাকায় অন্ধকার রাতে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন। ফকির মজনুশাহ সেতু একটি জনগুরুত্বপূর্ণ সেতু।

নরসিংদী, কিশোরগঞ্জ অঞ্চলের ঢাকাগামী অধিকাংশ পরিবহন এ সেতুর উপর দিয়ে চলাচল করে থাকে। কাপাসিয়া উপজেলার নদীর ওপারের ৮ ইউনিয়নের সাধারণ মানুষের চলাচলের পথ এই সেতু। সেতুর উপর বাতি না থাকায় সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। জনস্বার্থে সেতুর অচল বাতিগুলো দ্রুত সচল করা এবং নিয়মিত তদারকি করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।

একটি সুত্র জানায়, সেতু কর্তৃপক্ষের কাছে প্রায় কোটি টাকার বিদ্যুৎ বিল বাকী থাকার কারনে বিদ্যুৎ বিভাগ বকেয়া বিল পরিশোধ না করায় দীর্ঘ ১২ বছর আগে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।

(এসকেডি/এসপি/জুলাই ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test