E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জুয়েল আরেং

২০১৯ জুলাই ১৯ ১৮:১৫:৩২
হালুয়াঘাটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জুয়েল আরেং

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং। তিনি শুক্রবার উপজেলার নড়াইল ও বিলডোরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

জানা যায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ্যে ব্যক্তিগত উদ্যেগে বানবাসী জনসাধারণের মাঝে শুকনা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত হয়ে পড়েছে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ। টানা কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে সৃষ্টি হওয়া আৎস্মিক বন্যায় পানি বন্ধি হয়ে পড়েছেন প্রত্যান্ত গ্রামাঞ্চলের জনসাধারণ।

বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, নড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবনেতা আব্দুর রহমান, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম ইরান,হালুয়াঘাট থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) শ্যামল চন্দ্র ধর প্রমুখ।

এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(জেসিজি/এসপি/জুলাই ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test