E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ 

২০১৯ জুলাই ২০ ১৭:১৬:১০
রাজারহাটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : শনিবার (২০ জুলাই) কুড়িগ্রামের রাজারহাটে নাজিমখান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর অপসারণের দাবিতে বিক্ষোভ অগ্নি সংযোগ ও রাস্তা অবরোধ করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে নাজিমখান-রাজারহাট সড়কে ৩ ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এলাকাবাসী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, নাজিমখান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর দীর্ঘদিনের জমে থাকা অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে সঠিক নিয়মে পাঠদান হয় না। এমনকি কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসের প্রজেক্টর মডেমসহ বিভিন্ন যন্ত্রপাতির জন্য বরাদ্দ ১লাখ ৫০ হাজার টাকা ও ৭বছরে পুকুর লিজ-জমির আবাদসহ কলেজের ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে অধ্যক্ষের বিরুদ্ধে।

এছাড়া বিদ্যালয়ের বানিজ্য বিভাগ বিলুপ্ত করে রসায়ন, পদার্থ ও উচ্চতর গণিত শাখায় পাঠদান হয় না দীর্ঘদিন যাবত। শ্রেণি শিক্ষকরা বিনা ছুটিতে মাসের বেশীর ভাগ সময় অনুপস্থিত থাকে। কলেজের ওই অধ্যক্ষ ৬মাসের ভারপ্রাপ্ত হয়ে থাকার কথা থাকলেও অদৃশ্য খুঁটির জোরে ৭বছর ধরে ওই পদটি আগলে রেখেছেন। এ সুবাদে তিনি এডহক কমিটি দিয়ে ৭ বছর ধরে প্রতিষ্ঠান পরিচালনা করে অনিয়ম-দূর্নীতি মাধ্যমে টাকা আত্মসাৎ করেন।

এসব কারণে শিক্ষার্থীরা ২০ জুলাই শনিবার সকাল থেকে প্রতিষ্ঠানে অবস্থান করে চেয়ার-টেবিল-বেঞ্চ ভাংচুর করে নাজিমখান বাজারে বিক্ষোভ মিছিল বের করে নাজিমখান-রাজারহাট সড়ক অবরোধের পর অগ্নিসংযোগ করে অধ্যক্ষের অপসারণ দাবী করে।

খবর পেয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে স্কুল পরিচালনা কমিটি-ইউএনও ও ওসিসহ রুদ্ধদ্বার বৈঠক শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার পদ থেকে আগামী ২০আগষ্ট বিদ্যালয়ের হিসাব-নিকাশসহ ইস্তেফাপত্র পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করার জন্য লিখিতভাবে প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি।

থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগামী ২০ আগষ্ট বিদ্যালয়ের হিসাব-নিকাশ বুঝে দিয়ে ইস্তেফাপত্র দিবেন। এছাড়া নিয়মিত ক্লাসের জন্য রুটিন করে দেয়া হয়েছে।

(পিএমএস/এসপি/জুলাই ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test