E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান

২০১৯ জুলাই ২০ ২২:৩৭:৫৪
জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছেন উত্তর কেন্দুয়া ক্লাষ্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে ছাত্র ও শিক্ষকরা এক আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার মিল্কী জানান, ১৯৭৩ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। এর পর ১৯৯০-১৯৯১ অর্থবছরে একটি পাকা ভবন নির্মান করা হয়। বর্তমানে ভবনের ছাদ থেকে যখন তখন পলেস্তার পরে যায়। এতে মাঝে মধ্যেই ছাত্র ও শিক্ষকদের মাথা ও শরীরে পরে গিয়ে আহত হয়। বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২৭ জন। প্রধান শিক্ষক সহ শিক্ষকের সংখ্যা ৮ জন। কিন্তু হলে কি হবে। ছাত্র-ছাত্রীদের তুলনা একাডেমিক ভবন সংকুলান না হওয়ায় এই জরাজীর্ণ ভবনেই ভয়ে ভয়ে চলছে পাঠদান কার্যক্রম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুন্নবি ভূঞা বকুল জানান, যে কোন সময় এই ভবন ধ্বসে গিয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। এজন্য এই ভবনটিকে পরিত্যাক্ত ঘোষনা করে শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের সুবিধার্থে একটি নতুন দ্বিতলভবন বরাদ্দের জন্য তিনি সরকারের নিকট জোর দাবী জানান।

২০১৮ সালে জেলায় শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে এই বিদ্যালয়ের শিক্ষিকা ফাহিমা আক্তার বলেন, আমরা ৮ জন শিক্ষিকা এই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে পুরাতন ভবনটিতে ভয়ে ভয়ে আমরা ক্লাস করাই। কখন ছাত্র-ছাত্রীর মাথায় ছাদ থেকে পলেস্তার কসে পরে আবার কখন আমাদের নিজের মাথায় পরে এ চিন্তাই আমাদের সারাক্ষন থাকতে হয়। আমরাও ছাত্র শিক্ষকের পক্ষ থেকে এ ভবনটি পরিত্যাক্ত ঘোষনার দাবী করি। সেই সঙ্গে একটি নতুন ভবন বরাদ্দের জন্যও সরকারের নিকট বিনম্র অনুরোধ করি।

পরিত্যাক্ত ঘোষনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কেন্দুয়া কার্যালয়ের উপজেলা প্রকৌশলী আল-আমিন সরকার বলেন, জরাজীর্ণ ভবনের বিষয়ে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। আমাদেরকে জানানো হলে সঙ্গে সঙ্গেই আমরা গিয়ে তা যাচাই করে পরিত্যাক্ত ঘোষনার হলে তা করব, নতুবা সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব।

(এসবি/এসপি/জুলাই ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test