E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্তরাধিকার ৭১ নিউজে খবর প্রকাশের পর বাকপ্রতিবন্ধীদের বাড়িতে নলকূপ স্থাপন

২০১৯ জুলাই ২১ ১৫:৩৩:২৯
উত্তরাধিকার ৭১ নিউজে খবর প্রকাশের পর বাকপ্রতিবন্ধীদের বাড়িতে নলকূপ স্থাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : উত্তরাধিকার ৭১ নিউজে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের পলটিপাড়া গ্রামের সেই বাকপ্রতিবন্ধীদের বাড়িতে নতুন নলকূপ স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকার বাসিন্দা কবি সেলিম বালার অর্থায়নে এই নলকূপ স্থাপন করা হয়। 

গত ১৪ জুলাই উত্তরাধিকার ৭১ নিউজ অনলাইন সংস্করণে ‘গৌরীপুরে এক বাড়িতেই ১১ বাক ও শ্রবণপ্রতিবন্ধী’ শিরোনামে খবর প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি কবি সেলিম বালার নজরে আসার পর তিনি তার প্রতিনিধির মাধ্যমে পলটিপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধীদের বাড়িতে নলকূপ প্রেরণ করেন। শনিবার দুপুরে ওই বাড়িতে নলকূপটি স্থাপন করা হয়। নলকূপ স্থাপনের বাড়ির বাকপ্রতিবন্ধীরা বালতিতে পানি ভরে আনন্দে মেতে উঠে। দু একজন আনন্দে ভেঙে পড়েন কান্নায়।

কবি সেলিম বালা বলেন, উত্তরাধিকার ৭১ নিউজে প্রকাশিত খবরটি পড়ে জানতে পারি পলটিপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধীদের বাড়িতে কোনো নলকূপ নেই। অনেকটা দুর থেকে তাদের পানি আনতে হয়। তাই আমি ওই বাড়িতে নলকূপ স্থাপন করে দেই। এ ধরণের মানবিক প্রতিবেদন প্রকাশের জন্য উত্তরাধীকার’৭১ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রতিবেশী ইসলাম উদ্দিন বলেন নলকূপ স্থাপনে বাকপ্রতিবন্ধীরা খুশি। কিন্তু ওদের বাড়িতে ল্যাট্রিন নেই, জরাজীর্ণ ঘরবাড়ি ঝড়ে ভেঙে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে। সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করার পাশাপাশি ওদের ঘরগুলো মেরামত করা জরুরী হয়ে পড়েছে। কর্তৃপক্ষের এ বিষয়ে নজর দেয়া প্রয়োজন।

(এস/এসপি/জুলাই ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test