E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সান্তাহারে ছেলেধরা সন্দেহে পাগলকে গণপিটুনি 

২০১৯ জুলাই ২১ ১৭:০৪:০০
সান্তাহারে ছেলেধরা সন্দেহে পাগলকে গণপিটুনি 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে স্থানিয়রা গণপিটুনি দিতে শুরু করলে পুলিশের উপস্থিতিতে সে প্রাণে বেঁচে যায়। 

রবিবার সকাল ১০টায় পৌরশহরের লকুকলোনী এলাকায় ঘটনাটি ঘটে। মানষিক ভারসাম্যহীন ওই ব্যক্তি বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আফজাল হোসেন (৪২)।

সাজাপুর গ্রামের মেম্বার শফিক উদ্দিনের সাথে মুঠফোনে যোগাযোগ করলে তিনি জানান, আফজালের মাথায় গন্ডগোল রয়েছে। সে গত ১০ দিন আগে বাড়ী থেকে বেরিয়ে যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে স্থানিয়রা গণপিটুনি দিচ্ছে খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে ওই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসি। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তার এলাকায় খোঁজ নিয়ে জানাযায় সে একজন মানষিক ভারসাম্যহীন।

তিনি আরো জানান, সন্দেহজনক কাউকে দেখলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশে দেয়ার অনুরোধ রইলো।

(এস/এসপি/জুলাই ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test