E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে কিশোরী অপহরণের অভিযোগে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

২০১৯ জুলাই ২১ ১৮:৫৬:১১
মাদারীপুরে কিশোরী অপহরণের অভিযোগে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে এক কিশোরীকে অপহরণের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপিত বেলায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে। অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন মোল্লার কাছে শহরের সামসুন্নাহার ভূইয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়াকালেই ওই ছাত্রীর উপর কুনজর পড়ে বেলায়েতের। বিষয়টি ওই কিশোরী তার পরিবারের কাছে জানালে ক্ষিপ্ত হয় বেলায়েত। এরপর গত ১৫ জুলাই বিকেলে কিশোরীকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়।

এই ঘটনায় শনিবার রাতে মাদারীপুর সদর থানায় একটি মামলা করে কিশোরীর পরিবার। সেই মামলায় শনিবার রাতে বেলায়েতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত বেলায়েত সদর উপজেলার জাফরাবাদ গ্রামের কবির উদ্দিন মোল্লার ছেলে। রবিবার দুপুরে বেলায়েতকে জেল হাজতে প্রেরণ করলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

বেলায়েতের পরিবারের সদস্যরা জানায়, ঐ কিশোরীকে অপহরণ করা হয়নি। ঐ কিশোরীর সাথে বেলায়েতের প্রেমের সম্পর্ক ছিল। দুইজনে একমত হয়েই বিয়ে করেছে।

এদিকে কিশোরীর পরিবার বলছে, কিশোরীকে জোর করে অপহরণ করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণ মামলার আসামী বেলায়েত হোসেনকে গ্রেফতার করে ও ভিকটিম মেয়েটিকে আমরা উদ্ধার করে আদালতে প্রেরণ করি।

সদর থানার জিআরও মো. তোফাজ্জেল হোসেন বলেন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেলায়েত হোসেন মোল্লা ও ভিকটিমকে হাজির করা হলে আদালত বেলায়েতকে জেল হাজতে প্রেরণ করেন। ভিকটিমের বয়স কম থাকায় তাকে শিশু আদালতে প্রেরণ করেন। ভিকটিমকে শিশু আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার পিএসসি ও জেএসসি পরীক্ষার সার্টিফিকেট দেখে বয়স সাড়ে পনেরো বছর হওয়ায় এবং ভিকটিমের পরিবার মেয়েকে তাদের জিম্মায় নিতে চাইলে ভিকটিম যেতে রাজি না হওয়ায় তাকে সার্বিক নিরাপত্তার জন্য ফরিদপুর সেফ হোমে প্রেরণ করা হয়।

(এএস/এসপি/জুলাই ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test