E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

২০১৯ জুলাই ২২ ১৫:৩৮:৩৪
জামালপুরে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে শিপন (২৮) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী। বকশীগঞ্জের ডুমুরতলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে সোমবার দিবাগত রাত ৩টায়। এ সময় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য।

নিহত শিপনের বিরুদ্ধে রয়েছে শেরপুর ও জামালপুর জেলায় খুন, নারী নির্যাতন, অস্ত্র-বিস্ফোরক ও মাদকসহ ১৪টি মামলা। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরে পুলিশ প্রশাসন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সোমবার রাত দেড়টায় বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের আইড়মারী নতুনপাড়া এলাকায় দশআনী নদীতে ডাকাত সন্দেহে একটি নৌকাকে ধাওয়া করে স্থানীয় লোকজন। স্থানীয়দের সাথে নৌকাটি অনুসরণ করে প্রথমে নৌকার মাঝি শাহীদুর রহমান (৩২) ও পরে শিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় সেখানে টহলরত বকশীগঞ্জ থানার পুলিশ। শেরপুর জেলার মুন্সিচর গ্রামের ইংরাজের ছেলে শাহীদুর রহমান। নিহত শিপনও একই এলাকার জামাল উদ্দিনের পুত্র।

গ্রেফতারের সময় শিপনের দেহ তল্লাশি করে ৯৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অস্ত্র ও মাদক ব্যবসার মূল হোতাদের ধরতে শিপনের দেওয়া তথ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চার বার অভিযান চালায় পুলিশ। সোমবার (২৩ জুলাই)রাত ৩ টায় বকশীগঞ্জের ডুমুরতলা বন বিভাগের বিট অফিস এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য পুলিশ শেষ অভিযানে গেলে পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদল। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয় অস্ত্র ও মাদক ব্যবসায়ী শিপন।

গোলাগুলির শব্দে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেখান হতে উদ্ধার করা হয় একটি দেশীয় পাইপগান, একটি রাম দা, রেজিস্ট্রেশনবিহীন একটি নীল রঙের টিভিএস মোটর সাইকেলসহ সাদা প্লাস্টিকের ২টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট।

এ সময় আহত হয় এসআই আব্দুল আজিজ, এসআই রাজু আহমেদ, কনস্টবল মিজানুর রহমান ও কনস্টবল রাসেল নকরেক নামে চার পুলিশ সদস্য। গুলিবিদ্ধ শিপনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন সেখানের কর্তব্যরত ডাক্তার।

(আরআর/এসপি/জুলাই ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test