Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনী প্রধানসহ নিহত ২

২০১৯ জুলাই ২৩ ১৫:৫১:৫০
সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনী প্রধানসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু খালেক বাহিনীর বাহিনী প্রধান খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহত হয়েছে। 

মঙ্গলবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পরে র‌্যার সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দুই বনদস্যুও লাশের পাশাপাশি বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

নিহত বনদস্যুদের লাশ দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম।

তিনি আরো বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার ভোওে অভিযানকারী র‌্যাব সদস্যরা সুন্দরবনের জোংড়া খালে ঢুকলে বনদস্যু খালেক বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে সকাল ৭ টা পর্যন্ত থেমে থেমে গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হট সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা এলাকা তল্লাসী চালিয়ে দুই দস্যুকে গুলিবিদ্ধ লাশসহ বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে। গুলিবিদ্ধ দুই দস্যুকে দাকোপ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এসময় উৎসুক জেলে ও সাধারন মানুষ দুইজনের লাশের মধ্যে একজনকে সুন্দরবনের ক্যুখ্যাত বনদস্যু খালেক বাহিনী প্রধান খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল বলে সনাক্ত করেন। লাশ দুটিসহ উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণার পরও একের পর এক আইনশৃঙ্খনা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার দুইজন ছাড়াও এর আগে গত ২৯ মে ৪ জন ও ৬ মে ৩ জন এবং ২৫ ফেব্রুয়ারী ৪ জন বনদস্যু র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহতের ঘটনা ঘটে।

(এসএকে/এসপি/জুলাই ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

১২ ডিসেম্বর ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test