E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় দুটি বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা 

২০১৯ জুলাই ২৪ ১৬:৩৬:০৮
আগৈলঝাড়ায় দুটি বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়াকে মাদক মুক্ত ঘোষণা করার লক্ষে জনগনের দোড় গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ভেগাই হালদার পাবলিক একাডেমীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ও দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসেমব্লিতে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে দুপুরে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীতেও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় সম্প্রতি দেশে ছেলে ধরা ও গলা কাটায় গুজবে সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষনিক থানা পুলিশে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানায় পুলিশ।

এছাড়াও শিক্ষার্থীদের বাল্য বিয়ের কুফল ও প্রতিরোধ, শিক্ষার্থীদের যৌণ নিপিড়নের বিরুদ্ধে সোচ্ছার হওয়ায়, আগৈলঝাড়াকে মাদকমুক্ত ঘোণা করতে মাদক প্রতিরোধ ও ব্যবসায়িদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগীতা করা, খেলাধুলার পাশপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষা গ্রহনের মাধ্যমে যে কোন সমস্যায় পুলিশী সেবা গ্রহনের আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীদের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল হক ও ভেগাই হালদার পালিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী।

(টিবি/এসপি/জুলাই ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test