E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘সুস্থ জীবন যাপনে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান’

২০১৯ জুলাই ২৪ ১৮:২৮:৫৭
‘সুস্থ জীবন যাপনে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান’

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, পরিবেশ রক্ষার পাশাপাশি সুস্থ জীবন যাপনে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান। একটি গাছ কাটা মানে একজন মানুষকে হত্যার সামিল। গাছ আমাদের অনেক কিছু দেয়। অক্সিজেন দেয় যা আমাদের বেঁচে রাখে। শুধু ফল না বৃক্ষ মানেই অক্সিজেন যা মানুষের জীবন বাঁচায়। অক্সিজেন ছাড়ে এবং কার্বনডাই অক্সাইড গ্রহণ করে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষ মেলার স্থলে ফলদ যোগ করেছেন। কারণ বিদেশ থেকে আমাদের অনেক ফল আমদানী করতে হয়। যাতে আর বিদেশ থেকে ফল আমদানী করতে না হয়। যাতে দেশীয় ফল দিয়ে আমাদের চাহিদা পূরণ হয়। পুষ্টির ঘাটতি পূরণ হয়। সেজন্য ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে প্রথমে উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র‌্যালি শেষে উক্ত মাঠের স্থায়ী মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের ফলদ বৃক্ষ মেলার প্রতিপাদ্য বিষয় “ পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার”।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান প্রমুখ।

(বিএম/এসপি/জুলাই ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test