E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষকের চড়-থাপ্পড়, কিল-ঘুষিতে শিক্ষার্থী আহত 

২০১৯ জুলাই ২৪ ২৩:১৮:৫২
শিক্ষকের চড়-থাপ্পড়, কিল-ঘুষিতে শিক্ষার্থী আহত 

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান নির্দয় ভাবে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীকে বেধড়ক  চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

আহত শিক্ষার্থী সাঈম শেখকে (১৪) লোহাগড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঈম লোহাগড়া পৌরসভার রাজপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। এ ঘটনার পর এলাকার শিক্ষার্থী ও অভিভাবক মহলে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

এদিকে, এ ঘটনায় সাঈমের অভিভাবকরা সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুব আহম্মেদ এর মধ্যস্ততায় সৃষ্ট ঘটনার ‘রফা’ হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে টিফিনের পর সপ্তম শ্রেণীর তথ্য ও প্রযুক্তি বিষয়ে রক্লাস নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষক মোঃ ওবায়দুর রহমান শ্রেণী কক্ষে আসেন। ক্লাস নেওয়ার এক পর্যায়ে ওই শ্রেণীর শিক্ষার্থী মোঃ সাঈম শেখ শ্রেণী শিক্ষক ওবায়দুর রহমানকে বলে যে, ‘স্যার, কিভাবে কম্পিউটার অন(চালু) করতে হয় ? এ সময় ওই শ্রেণী শিক্ষক শিক্ষার্থী সাঈমকে বলে যে,‘তুমি আমার সাথে মশকরা করছো! এ কথা বলার পর পরই শ্রেণী শিক্ষক ওবায়দুর শিক্ষার্থী সাঈমকে বেধড়ক চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে আহত করে।শিক্ষকের নির্দয় মারপিটের এক পর্যায়ে ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে বিদ্যালয়ের অপর কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সাঈমকে কিছুটা সুস্থ্য করে তোলে। এর পর ওই শিক্ষার্থী তার সহপাঠিদের সহযোগিতায় বাড়িতে আসে।

বাড়িতে আসার পর সাঈম বেশ কয়েকবার বমি করে। অবস্থা বেগতিক দেকে সাঈমের মা আফরোজা বেগম তাকে নিয়ে লোহাগড়া হাসপাতালে চলে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক সাঈমকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সাঈম লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, এ ঘটনায় সাঈমের অভিভাবকরা সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুব আহম্মেদ এর মধ্যস্ততায় সৃষ্ট ঘটনার ‘রফা’ হয়েছেবলে সর্বশেষ খবরে জানা গেছে।

(আরএম/এসপি/জুলাই ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test