E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে অহসহায়দের নগদ অর্থ বিরতণ করলেন সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন 

২০১৯ জুলাই ২৪ ২৩:৪০:৫৭
সুবর্ণচরে অহসহায়দের নগদ অর্থ বিরতণ করলেন সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে প্রতিবন্ধি এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করছে 'সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন’সুবণর্  প্রবাসী ফাউন্ডেশনের ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক হাবিব আহম্মেদ সাগরের সভাপতিত্বে এবং মোজাম্মেল হক অন্তরের সঞ্চালনায় বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরজব্বার থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সাধরান সম্পাদক ও ৫ নং চরজুবিলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, বিশিষ্ঠ সমাজ সেবক নুর আহম্মদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ আহব্বায়ক আমির খসরুমাহমুদ, উপজেলা ছাত্রলীগ নেতা জাবেদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুবর্ন প্রবাসী ফাউ-েশন ওমান শাখার সভাপতি আবুল কালাম আজাদ, ইতালি শাখা উপদেষ্ঠা বাহার উদ্দিন, কার্যনির্বাহী কোষাদক্ষ্য মোঃ ওমর ফারুক, আরো উপস্থিত ছিলেন, আরব শাখার উপদেষ্টা আবু তাহের, প্রবাসী কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শামছু উদ্দিন, পরহাদ সুমন, মোসলেহ উদ্দিনসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিরল রোগে আক্রান্ত পশ্চিম চরজুবিলী গ্রামের মনির আহম্মদের ছেলে হাফেজ মোঃ ইউছুপকে ৫০ হাজার টাকা, হাজীপুর গ্রামের নুর ইসলামের পুত্র বাবুলকে ১০ হাজার টাকা এবং কেরামতপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র ছিদ্দিক আহম্মদকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করে। অনুদান পেয়ে তৃপ্তির হাসি আসলেন অসহায় মানুষগুলো।

বক্তারা বলেন, আমাদের সমাজে অনেক হতদরিদ্র মানুষ আছে যারা ২ বেলা ২ মুঠো খেতে পারেনা, অনেকেই ক্যান্সারসহ নানা মরণব্যাধি রোগে আক্রান্ত যারা তাদের চিকিৎসা চালানোর মত অবস্থা নেই, সুবর্ণ প্রবাসী ফাউণ্ডেশন সেই সকল মানুষকে খুঁজে খুঁজে তাদের তালিকা করে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার।

যে সকল প্রবাসী নিজেরদের মাথার ঘাম পায়ে পেলে কষ্টার্জিত টাকা থেকে এই মানুষগুলোর সেবায় কাজ করছে আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ। এমন অসহায় হতদরিদ্রেরকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের সদস্যরা বলেন, “আমি প্রবাসে থেকে যখন দেখি নিজ এলাকার মানুষ খেতে পারছেনা, চিকিৎসা করাতে পারছেনা তখন আমাদের সত্যই খারাপ লাগে। আমরা মানুষকে দেখার জন্য কিংবা কেউ নেতা হওয়ার জন্য এসব কাজ করছিনা, আমরা শুধু মৃত্যুকেস্মরণ করে আখিরাতের আশায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ।

তারা আরো বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন এখানে পৃথিবীর দেশে কোন দেশে অবস্থানরত বাঙ্গালি ভাইয়েরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ভালো থাকুক সুস্থ্য থাকুক’’।

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলার কৃতিসন্তান প্রবাসী সিরাজ ইবনে মোস্তফা সংগঠনটি প্রতিষ্ঠা করেন তারই হাত ধরে দির্ঘবছর সুবর্ণ প্রবাসী ফাউ-েশন আর্ত্তমানবতার সেবাই কাজ করে যাচ্ছে। পরে অতিথিরা অহসহায়দের মাঝে নগদ অর্থ তুলে দেন।

(এস/এসপি/জুলাই ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test