E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

২০১৪ জুলাই ৩০ ১৭:১৯:৪৪
সিলেটের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

সিলেট প্রতিনিধি : ঈদের পর দিন সিলেটের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মানুষের পদচারণায় জাফলং ও রাতারগুল মুখরিত হয়ে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে সবাই আসছেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য।

ঈদ উপলক্ষে সিলেট নগরীর ওসমানী শিশু পার্ক ও শহরতলীর সকল বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। ঈদের দিন বিকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে ভিড়।

দর্শনাথীরা জানান, তাঁরা পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য এসেছেন। তাঁরা অনেক মজা করছেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী এসেছেন সিলেটের দর্শনীয় স্থানগুলোতে। এসেছেন বিদেশি পর্যটকরাও। আর তাই দর্শনার্থীরা প্রচ- ভিড় করেছেন নামিদামী হোটেল, মোটেল ও বিনোদন রিসোর্টে।

বিনোদন প্রেমীদের কাছে পরিচিত জাফলং। সবুজের সমারোহ, পাহাড়, নদী আর পাথর বেষ্টিত জাফলং বার বার প্রকৃতি প্রেমীদের টেনে এনেছে আপন রূপ ঐশ্বর্যে। শ্রীপুর পার্ক, লালাখাল, চেরাপুঞ্জি, পিয়াইন নদীর উপর ঝুলন্ত ব্রিজ, আদিবাসী খাসিয়া পুঞ্জি আর পাহাড় টিলার ঢেউ খেলানো চা বাগান দেখতে হাজার হাজার দর্শনার্থীর পদভারে মুখরিত জাফলং।

কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য তাঁরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন।

এছাড়া সিলেট শহর ও পার্শ্ববর্তী জেলায় গড়ে উঠা বিভিন্ন বিনোদন পার্ক ও ইকো পার্কগুলোতেও ভিড় করেছেন হাজার হাজার শিশুসহ নানান বয়সী মানুষ। ওসমানী শিশু উদ্যান, ড্রিমল্যান্ড পার্ক, জাকারিয়া সিটি বিনোদন পার্কসহ সবগুলোতেই এখন প্রচ- ভিড়।

হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ)Ñএর মাজারেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেয়ারতের উদ্দেশে আসা লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে। সিলেটের বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত জাফলং, মাধবকুন্ড, ড্রিমল্যান্ড, জাকারিয়া সিটি, ওসমানী শিশু পার্ক, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, পর্যটন মোটেল, ইকোপার্ক ও চা বাগানগুলোতে ছিল মানুষের ঢল।

সিলেট নগরী ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে পরিবার-পরিজন নিয়ে লোকজন এসেছেন এসব পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলোতে।

মাজার জিয়ারতে আসা চট্টগ্রামের আতিকুর রহমান জানান, তিনি ঈদের লম্বা ছুটি পেয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে সিলেটে এসেছেন। তিনি জাফলং এবং চা বাগানসহ অন্যান্য পর্যটন এলাকাগুলো ঘুরে দেখবেন।

ওসমানী শিশু পার্কে আসা সুবিদবাজারের আফরোজা রহমান জানান, নগরীতে বিনোদনের অন্য কোন সুযোগ না থাকায় তিনি সন্তানদের নিয়ে এখানে এসেছেন। এদিকে মাজার জেয়ারতে আসা ধর্মপ্রাণ লোকজন ও পর্যটকরা হোটেলে ওঠা নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন।

নগরীর বেশীরভাগ হোটেলের রুম ঈদের আগেই বুকিং হয়ে গেছে। অনেকে ভালো হোটেলে রুম না পেয়ে বাধ্য হয়ে নিম্নমানের হোটেলে উঠেছেন। গতকাল পর্যন্ত নগরীতে আভ্যন্তরীণ বাস ও টেম্পো সার্ভিসের চলাচল কম থাকায় অধিকাংশকেই দুর্ভোগ পোহাতে হয়েছে। পাশাপাশি রিকশা ও সিএনজির চালকদের স্বেচ্ছাচারিতার কারণে যাত্রীদের ভীষণ নাজেহাল হতে হয়েছে।

(ওএস/এটিঅার/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test