E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বৃষ্টি হলেই ডুবে যায় পাথরঘাটা পৌর শহর! 

২০১৯ জুলাই ২৫ ১৬:০১:৪২
বৃষ্টি হলেই ডুবে যায় পাথরঘাটা পৌর শহর! 

পাথরঘাটা, বরগুনা : বরগুনার পাথরঘাটা পৌর শহরটি এখন জলমগ্ন। বৃহস্পতিবার (২৫/৭/১৯)দুপুর ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাতে তলিয়ে যায় অধিকাংশ রাস্তাঘাট। মানুষ আচমকা পানি বন্ধি হয়ে পরে।

পৌর শহরের ব্যস্ততম এলাকা শেখ রাসেল স্কয়ার, কেজিস্কুল রোড, সদর রোড, নিউ মার্কট প্রথম গলি, লিকার পট্টির পূর্বমাথা, উকিল পট্টি সহ গুরত্বপূর্ণ সড়ক গুলো হঠাৎ-ই ডুবে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা আটকা পরে বিভিন্ন রাস্তাতে। বাজারে আসা নারী পুরুষ ড্রেনের পচা পানিতে ভিজে একাকার হয়ে যান। পাথরঘাটা পৌরশহরটির নানা অব্যবস্থাপনার কারনে মানুষ ক্ষুব্দ পৌরপিতা আনোয়ার হোসেন আকনের প্রতি।

প্রতি বছরের এই এক-ই চিত্র আর দেখতে চায় না ভুক্তভোগীরা। নোংরা পচা গন্ধে নাক চেপে হাঁটতে হচ্ছে পথচারীদের। একটি-ই প্রশ্ন সকলের, তবে কি বৃষ্টি মৌসুমে রাস্তায় বের হতে পারবো না?

(এটি/এসপি/জুলাই ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test