E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুজবে কান না দিয়ে জনসচেতনতা তৈরী করতে শরীয়তপুর পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

২০১৯ জুলাই ২৫ ১৭:১৪:২২
গুজবে কান না দিয়ে জনসচেতনতা তৈরী করতে শরীয়তপুর পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি : সম্প্রতি দেশব্যাপী ছেলেধরা গুজবে কিছু নিরীহ মানুষ গণপিটুনির শিকার হয়ে মারা যাচ্ছেন। পদ্মা সেতুতে মানুষের মাথা বা রক্ত লাগবে এমন গুজবে কান দিয়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এমন গুজবে কান না দিয়ে জনসচেতনতা তৈরীর মাধ্যমে শরীয়তপুরের গণমাধ্যমকর্মীদের যথাযথ ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান।

পুলিশ সুপার বলেন, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তশরীয়তপুর জেলায় অবস্থিত। অথচ শরীয়তপুর জেলাবাসী কোনদিন এ গুজব শোনেনি। সারাদেশ ব্যাপী সরকার বিরোধী একটি চক্র এই অপপ্রচার চালিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, গণমাধ্যমে এই বিষয়ে ব্যাপকভাবে প্রচার করলে এই গুজব থেকে দেশবাসী সচেতন হবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, তানভীর হাওলাদার শাওন, ডিআইও-১ আজহারু লইসলাম, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদুল ইসলাম পাইলট, কাজী নজরুল ইসলাম, শেখ খলিলুর রহমান, সত্যজিৎ ঘোষ, রোকনুজ্জামান পারভেজ, এস, এমমজিবুর রহমান ও শহিদুজ্জামান প্রমূখ।

(কে/এসপি/জুলাই ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test