E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার মালিকদের ধর্মঘটে অচল দক্ষিণাঞ্চলের নৌপথ

২০১৯ জুলাই ২৫ ১৮:২৫:১২
এবার মালিকদের ধর্মঘটে অচল দক্ষিণাঞ্চলের নৌপথ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এবার লঞ্চ মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে অচল হয়ে পরেছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের নৌ-পথ। লঞ্চ চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে চলাচল করা কোনো লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে দ্বিতীয়দিনের মতো চরম ভোগান্তিতে পরেছেন এসব রুটে প্রতিদিন চলাচলকারী যাত্রীরা।

সূত্রমতে, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা তাদের ১১ দফা দাবী আদায়ের জন্য গত বুধবার থেকে লাগাতার কর্মবিরতী শুরু করেছিলো। পরবর্তীতে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে ওইদিন বিকেল থেকে শ্রমিকরা তাদের কর্মবিরতী প্রত্যাহার করে নেয়।

অপরদিকে একইদিন বিকেলে লঞ্চ মালিক সমিতি থেকে ঘোষণা দেয়া হয় শ্রমিকরা ইচ্ছা মাফিক কর্মবিরতীর নামে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। এজন্য তারাও লঞ্চ চালাবেন না। ফলে দ্বিতীয় দিনের ন্যায় লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পরেছেন চরম ভোগান্তিতে। বিকল্প পদ্ধতি হিসেবে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীন রুটের যাত্রীরা বৈরি আবহাওয়ার মধ্যে উত্তাল নদীগুলোতে ট্রলার ও স্পীডবোর্ডে বাড়তি ভাড়া গুনে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

(টিবি/এসপি/জুলাই ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test