E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুজব ছড়িয়ে সরকারের পতন ঘটানো যাবে না : কৃষিমন্ত্রী

২০১৯ জুলাই ২৬ ১৬:২০:৫৬
গুজব ছড়িয়ে সরকারের পতন ঘটানো যাবে না : কৃষিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ছেলেধরা কোথাও নেই, কোন এলাকায় এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। গুজব ছড়িয়ে দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা একত্র হয়ে ইনশাল্লাহ এই সরকারের পতন ঘটাতে পারবেনা।

মেলান্দহের দুরমুঠে আমবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুরে বন্যার্তদের মাঝে আওয়ামীলীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রীআরো বলেন, পর্যাপ্ত ত্রান মজুদ রয়েছে, যত ত্রাণ প্রয়োজন, দুর্গতদের দেয়া হবে। কাউকে না খেয়ে থাকতে হবেনা। খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ধানের উৎপাদন বাড়াতে নতুন নতুন ধান আবিস্কার করা হয়েছে। সেই ধান ক্ষেত পানিতেও নষ্ট হবেনা, এমনকি লবনাক্ত জমিতেও জন্মাবে। ফলে এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ। পানি নেমে গেলে কৃষকদের বিনামুল্যে বীজ ও সার দেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেছেন, ত্রাণের কোন সংকট নেই, বন্যা দূর্গত এলাকাগুলোতে যেখানে যখন যা ত্রাণ লাগবে সরবরাহ করা হবে। বন্যা কবলিত মানুষদের বন্যার হাত থেকে বাঁচাতে যমুনা ও ব্রহ্মপুত্র নদী খনন ও রাস্তাসহ টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হবে। নদীতে পানি বাড়লে নদীর পানি নদীতে চলে যাবে। নদীর পানি উপরে উঠে বাড়ীঘর রাস্তা ঘাটের ক্ষয়ক্ষতি ও মানুষ ভোগান্তিতে পরবেনা।

জেলা আওয়ামীলীগের ত্রান কমিটির আহবায়ক ও মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জা আজম এমপি, বাবু অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক বেগম শামছুন্নাহার চাঁপা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য মারুফা আক্তার পপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. বাকী বিল্লাহ প্রমুখ।

কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ কমিটি জেলার ৬টি উপজেলায় ১০টি স্পটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

(আরআর/এসপি/জুলাই ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test