E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাণীশংকৈলে ফলদ বৃক্ষ মেলা শুরু ২৮ জুলাই 

২০১৯ জুলাই ২৬ ১৬:২৫:১৯
রাণীশংকৈলে ফলদ বৃক্ষ মেলা শুরু ২৮ জুলাই 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জেলার রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। 

মেলা আগামী ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে । ২৮জুলাই মেলা উদ্বোধন করবেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এছাড়া সেদিন আরো উপস্থিত থাকবেন সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না ।

উপজেলা আ. লীগের সভাপতি সইদুল হক। মেয়র আলমগীর সরকার ভাইস চেয়ারম্যান সোহেল রানা শেফালী বেগম প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় প্রতি বছরের ন্যায় এবারও ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে । মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ভেষজ ও ফসলের গাছ থাকবে। এ ছাড়াও মেলা চলাকালীন সময়ে প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন মেলায় বিভিন্ন প্রজাতির গাছ থাকবে । মেলা থেকে গাছ বিষয়ে মানুষ অনেক কিছু জানতে পারবে বলে তিনি প্রত্যাশা করেন।

এছাড়াও মেলা থেকে সবাইকে কমপক্ষে একটি করে গাছ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

(কেএ/এসপি/জুলাই ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test