E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় সংখ্যালঘুর ১২০ বিঘা জমি জবর দখলের অভিযোগ

২০১৯ জুলাই ২৬ ১৬:৩৫:২৩
নওগাঁয় সংখ্যালঘুর ১২০ বিঘা জমি জবর দখলের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সংখ্যালঘুর ১২০বিঘা জমি বর্গাদারসহ স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে রীতিমত ভোগদখল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেউ আবার জাল দলিলের মাধ্যমে জমি ভোগদখল করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

নওগাঁ শহরের খাস-নওগাঁ (ইদুর বটতলী) নিবাসী অরুন কুমার ভট্টাচার্য লিখিত অভিযোগে জানান, তার পিতা অনিল কুমার ভট্টাচার্যর ১২০ বিঘা জমি বিগত ১৯৯৪ সালে তার মৃত্যুর পর থেকে জমিগুলো বর্গাদার ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জবর দখল শুরু করে।

নিয়ামতপুর উপজেলার চন্দননগর মৌজায় বাদমালাহার গ্রামের জনৈক হবিবর রহমানের পুত্র মোঃ মোতালেব হোসেন ও মোখলেছার রহমান ২৪৫৯ নং একটি জাল দলিলের অবতারনা করে ৮দশমিক ৮৭ একর জমি জবরদখল করে ভোগদখল করছে।

উপজেলার ছাতড়া ও চন্দননগর মৌজায় ১০ একর জমি জবরদখল করে ভোগদখল করছে কৃষ্ণপুর গ্রামের মৃত শমসের দেওয়ানের পুত্র হাতেম আলী দেওয়ান গং। এছাড়া ছাতড়া ও চন্দননগর মৌজায় আরো ৮ একর জমি একই কায়দায় ভোগদখল করছে ছাতড়া গ্রামের হোসেন বাদশা। এছাড়াও ওইসব মৌজায় আরো অন্যান্য ব্যক্তিরাও উল্লেখিত জমিগুলো জোড়পূর্বক ভোগদখল করছে।

অরুন কুমার বলেন, জবরদখলকারীরা খুবই শক্তিশালী ও দুর্দান্ত প্রকৃতির। ওইসব জমিতে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকিও দিচ্ছে। ইতোপূর্বে আমরা ওয়ারিশরা বিভিন্নভাবে আইনী সহায়তা চেয়েও কোন প্রতিকার পাইনি। আমি একজন অসুস্থ মানুষ। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিনা। বিষয়টি সরেজমিন তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে। এ ব্যাপারে স্থানীয় এমপিসহ মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন অরুন কুমার।

(বিএম/এসপি/জুলাই ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test