E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘শিক্ষিত ও সবল জাতি গঠনে লেখাপড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই’

২০১৯ জুলাই ২৬ ১৬:৪০:১১
‘শিক্ষিত ও সবল জাতি গঠনে লেখাপড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই’

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, শিক্ষিত ও সবল জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নছিল দেশ স্বাধীনের পর বাঙ্গালী জাতিকে শিক্ষিত ও সবল জাতি হিসেবে গড়ে তোলা। তার সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি বাংলার কিছু স্বার্থন্বেষী বেঈমান। তারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে স্ব-পরিবারে হত্যা করে তার স্বপ্নগুলি নিভে দিতে চেয়ে ছিল। কিন্তু আজ বঙ্গবন্ধু না থাকলেও তার স্বপ্নগুলি পূরণ করতে তার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সদা প্রস্তুত। বঙ্গবন্ধুর সকল স্বপ্ন পূরনে আমরা সকলে এক যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 

শুক্রবার সকাল ১০টায় নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠিত বিজয়ী দলের মধ্যে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।

উপজলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন ও উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, খাদ্য মন্ত্রীর কন্যা তৃণা মজুমদার প্রমুখ ।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ সেবা অফিস কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০১৮-১৯অর্থ বছরের নতুন তালিকা ভুক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ করেন মন্ত্রী।

(বিএম/এসপি/জুলাই ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test