E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী’

২০১৯ জুলাই ২৭ ১৮:০৩:৪১
‘শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী’

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমরা সকল আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে থাকি তাহলে এমন কোন শক্তি নাই যে, বাংলাদেশে অন্য কেহ ক্ষমতা দখল করে, অন্য কেহ প্রধানমন্ত্রী হতে পারে। আমরা চাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই হোক আমাদের শপথ। এর কারণ হচ্ছে, বাংলাদেশে কোন সরকারই উন্নয়ন করে নাই। উন্নয়ন যদি করে থাকে একমাত্র শেখ হাসিনার সরকারই করেছে এবং উন্নয়নের রোল মডেল হিসাবে সারা বাংলাদেশে একমাত্র নেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে আমরা উপনিত হয়েছি। শ্রমিকলীগের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জন্য আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দূর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায়। সবাইকে সোনার মানুষ হতে হবে এবং সেই সোনার মানুষ দিয়ে শেখ হাসিনা ২০৪১ সাল নয় আমরা মনে করি ২০৩১ সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশে রুপান্তরিত হতে পারব।

তিনি শনিবার বেলা ৩টায় নওগাঁ নওজোয়ান মাঠে জেলা জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথাগুলো বলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। উদ্ধোধন করেন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কর মাহমুদ। প্রধান বক্তা ছিলেন, জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডঃ হুমায়ন কবির।

জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জহুরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, ইসরাফিল আলম এমপি, ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপি, কেন্দ্রীয় জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাহাবুদ্দীন মিয়া, কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নানসহ কেন্দ্রীয় ও স্থানীয় জাতীয় শ্রমিকলীগের প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি আব্দুল মজিদকে সভাপতি ও মামুনুজ্জামান মামুনকে সাধারণ সম্পাদক হিসাবে জেলা জাতীয় শ্রমিকলীগের ঘোষণা করেন।

(বিএম/এসপি/জুলাই ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test