E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

২০১৯ জুলাই ২৭ ১৮:০৮:২৯
মাদারীপুরে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গণে শনিবার থেকে শুরু হয়েছে ৫দিনব্যাপী বৃক্ষ মেলা। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন বিভাগ যৌথ ভাবে এ মেলার আয়োজন করেন। এ সময় গাছে চারা রোপণ করা হয় এবং একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।  

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান (এমপি)।

এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. এনামুল হক ভুঁইয়া, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান কালু খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

মেলায় সরকারি এবং বেসরকারি ২০টি স্টল স্থাপন করা হয়েছে। এ সব স্টলে বনজ ফলদ এবং ঔষধি গাছের চারা প্রদর্শণ এবং বিক্রি করা হচ্ছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে মেলা।

(এএস/এসপি/জুলাই ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test