E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যাংক লুটেরা মাফ পেলে দুর্গতরা কেন ঋণ মাফ পাবে না?

২০১৯ জুলাই ২৮ ২২:৫৫:৫৫
ব্যাংক লুটেরা মাফ পেলে দুর্গতরা কেন ঋণ মাফ পাবে না?

জামালপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের মাফ করা হয়েছে, দুর্গতরা কেন ঋণ মাফ পাবেনা? বন্যা কবলিত মানুষদের কৃষিঋণসহ ব্যাংক থেকে অন্যান্য সব ঋণ মাফ করতে হবে। সার-বিষ ও বীজ বিনামূল্যে দিতে হবে। কৃষকদের বাঁচাতে হবে। যতদিন পর্যন্ত মানুষ বন্যার কবল থেকে ঘুরে না দাঁড়াবে ততদিন পর্যন্ত তাদের খাবার, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বন্যা কবলিত এলাকাগুলোকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করতে হবে। 

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে রোববার বিকাল ৪টায় বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদেরের বিএনপির অফিস গুজবের কেন্দ্রীয় কারখানা মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বন্যা দুর্গতদের দুর্ভোগ, দুর্দশা ও ত্রাণ সংকট নিয়ে যা বললাম, এসবকি গুজব? ডেঙ্গু সারাদেশে মহামারি আকার ধারন করেছে, এটি নিয়েও যদি কথা বলি, সরকার তরফ থেকে বলছে, গুজব। যে বিএনপির অফিস গুজবের কারখানা বলছে, সে ২০০৬ সালে বলেছিল বঙ্গ ভবনের অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে এমন লোকের মন্তব্য নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই।

নজরুল ইসলাম খান আরো বলেন, একই রকম মামলায় হাসিনা ও খালেদা জিয়া আসামি। হাসিনাকে মাফ করে দেয়া হয়েছে আর খালেদা জিয়ার মামলা চলছে। কোনো নারী যে মামলায় হোক জামিনের ব্যাপারে অগ্রাধিকার পায়। অথচ খালেদা জিয়া ৩বারের প্রধানমন্ত্রী। একজন বয়স্ক নারী। নানা রোগে শারীরিক অবস্থা মুমূর্ষ পর্যায়ে তবুও তার জামিন হচ্ছেনা। অবিলম্বে অসুস্থ খালেদা জিয়ার মুক্তি দাবি জানাচ্ছি।

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, ড. জেডএম জাহিদ হাসান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট ওয়ারেছ আলী মামুন ও সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় ত্রাণ টিম মেলান্দহের কুলিয়া ও ইসলামপুরের গুঠাইল ও মুন্নিয়ার চরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেন। আগামিকাল সোমবার জামালপুর পৌরসভা ও সদর উপজেলার কালিবাড়ি ইউনিয়নে বন্যার্তদের মাষে ত্রাণ বিতরণ করবেন।

(আরআর/এসপি/জুলাই ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test