E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারী গ্রেফতারের দাবিতে ঈশ্বরদীতে অর্ধ দিবস হরতাল পালিত

২০১৯ জুলাই ২৯ ১৫:৪১:১৭
মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারী গ্রেফতারের দাবিতে ঈশ্বরদীতে অর্ধ দিবস হরতাল পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সোমবার (২৯ জুলাই) ঈশ্বরদীতে সকাল ৬টা হতে ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে হয়েছে।

হরতাল চলাকালে শহরে বাস, ট্রাক, রিক্সা, অটো রিক্সা, সিএনজিসহ সড়ক যানসমূহ, ব্যাংক-বীমা এবং সকল দোকানপাঠ বন্ধ ছিল। শান্তিপূর্ণভাবে হরতাল চলাকালে গাড়ি-ঘোড়া, দোকানপাঠ ভাংচুরসহ কোন সহিংসতার ঘটনা ঘটেনি। মুক্তিযোদ্ধা-জনতা ষ্টিয়ারিং কমিটির আহব্বানে এই হরতাল পালিত হয়।

হরতাল চলাকালে রেলগেট ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ফজলুর রহমান ফান্টু, হবিুবল ইসলাম হব্বুল, আব্দুল খালেক, সিরাজ উদ্দিন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ। এসময় উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে গত ২৭ জুলাই পুলিশ হেড কোয়ার্টার হতে প্রেরীত এক পত্রে বহুল আলোচিত মুক্তিযোদ্ধা হত্যা মামলাটির তদন্ত ঈশ্বরদী থানা হতে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর উপর ন্যস্ত করার নির্দেশনা এসেছে। পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গৌতম বিশ্বাস ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: গত ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক নয়টার দিকে মুক্তিযোদ্ধা ও পাকশীর আওয়ামী লীগ নেতা সেলিম মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে প্রবেশের সময় আঁততায়িদের গুলিতে আহত হয়ে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

(এসকেকে/এসপি/জুলাই ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test