E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিরোধী দল গুজব ছড়াচ্ছে এই রাজনীতি থেকে বের হয়ে এসে মানুষকে বাঁচান’

২০১৯ জুলাই ২৯ ১৬:০৪:৩২
‘বিরোধী দল গুজব ছড়াচ্ছে এই রাজনীতি থেকে বের হয়ে এসে মানুষকে বাঁচান’

জামালপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি জনগণের দুর্ভোগ ও দুর্দশা নিয়ে সবসময়েই কথা বলেছে এবং বলবে। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। বন্যা নিয়ে বিএনপি কখনোই রাজনীতি করে নাই। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ ও দুর্দশা নিয়ে কথা বললেই সরকার বলে আমরা বন্যা নিয়ে রাজনীতি করছি।

তিনি বলেন, সরকারকে যখন বললাম, দেশে বন্যা হচ্ছে, দুর্গত মানুষের জন্য এখনই প্রস্তুতি নেন যাতে করে তাদের কষ্ট কম হয়, তখন সরকার আমাদের বিরুদ্ধে অভিযোগ করলেন আমরা নাকি বন্যা নিয়ে রাজনীতি করছি, গুজব ছড়াচ্ছি। বিরোধী দল গুজব ছড়াচ্ছে এই রাজনীতি থেকে বের হয়ে এসে মানুষকে বাঁচান।

জামালপুরের সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সোনাগাঁথা গ্রামে সোমবার সকালে বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরো বলেন, যখন মানুষের ডেঙ্গু হওয়া শুরু করলো, বেশকিছু মানুষ মারাও গেল। তখন আমরা বললাম এটি মহামারী রূপ নিচ্ছে, তাড়াতাড়ি প্রতিরোধের ব্যবস্থা করেন, নাহলে দেশের অনেক মানুষ মারা যাবে, তখন সরকার বললেন, আমরা নাকি গুজব ছড়াচ্ছি, ভীতি ছড়াচ্ছি। আজ ডাক্তার মারা গেল, নার্স মারা গেল, দেশের সাধারণ মানুষ মারা যাচ্ছে কিন্তু ডেঙ্গু প্রতিরোধ হচ্ছে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, ড. জেডএম জাহিদ হাসান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন বাবুল প্রমুখ।

(আরআর/এসপি/জুলাই ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test