E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে নিখোঁজ আদিবাসী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২০১৯ জুলাই ২৯ ১৮:২৩:০৫
ধামইরহাটে নিখোঁজ আদিবাসী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে নিখোঁজ আদিবাসী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুকুরে গলিত মরদেহ ভেসে ওঠলে গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবার লোকজন গিয়ে দেহটি নিখোঁজ আদিবাসী কৃষক মানুয়েল হেমরমের বলে সনাক্ত করেন। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত নেউটা গোপাইডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠে দুইপাড়ার মাঝখানে গোপাইপুকুরের পাশ দিয়ে কৃষকরা কাজ করে মাঠ থেকে বাড়ি ফিরছিল। এ সময় ওই পুকুর থেকে দূর্গন্ধ বের হচ্ছিল। কচুরীপানা ভরা পুকুরের মাঝখানে দুই পা ও মাথা বের হওয়া মরদেহ দেখতে পায় কৃষকরা। তাৎক্ষনিক কৃষকরা মানুয়েল হেমরমের পরিবারকে বিয়ষটি জানায়। মানুয়েলের ভাতিজা জয়ন্ত হেমরম ও ফ্যান্সিস হেমরম এবং তার পরিবার লাশের পরনের পোষাক দেখে সনাক্ত করেন।

পরবর্তীতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম, ওসি (তদন্ত) মাহবুব হোসেন ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের উপস্থিতিত্বে মরদেহটি পুকুর থেকে ওঠানো হয়। নিহত মানুয়েল হেমরম নেউটা গোপাইডাঙ্গা গ্রামের মৃত ছাতু হেমরমের ছেলে।

মানুয়েল হেমরমের একমাত্র সন্তান তার মেয়ে স্মৃতি হেমরম বলেন, গত ২৩ জুলাই মঙ্গলবার সকালে তার বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়ার পরও তার কোন সন্ধান মেলেনি।

মানুয়েলের বড় ভাই থমাস হেমরম (৮০) বলেন, তার ভাই কোন প্রকার নেশা করতো না। তাছাড়া তার সাথে কারও কোন ঝগড়া বিবাদও ছিল না। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

(বিএম/এসপি/জুলাই ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test