E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

প্রধানমন্ত্রীর ত্রাণ যেনো গরীবে পায় : এমপি রিমন

২০১৯ জুলাই ৩০ ১৫:২০:২৫
প্রধানমন্ত্রীর ত্রাণ যেনো গরীবে পায় : এমপি রিমন

অমল তালুকদার, পাথরঘাটা, (বরগুনা) : বরগুনা পাথরঘাটায় ঘুর্নিঝড় ফনী ও টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ১৮৫টি পরিবারকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ  সহায়তা যেন ক্ষতিগ্রস্থরাই পায় এমন করা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে জানিয়েছেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন।

সোমবার বেলা ১২টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের এ সহায়য়তা প্রধান করা হয়।

এতে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান, প্রমুখ।

টিন ও নগদ অর্থ বিতরণ কালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমপি শওকত হাসানুর রহমান রিমন বলেন, ঘূর্ণিঝড় ফণী ও টর্নেডোতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই সহায়তা শুধু তাদের জন্য পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সহায়তা বিতরণ এ যেন কোনো স্বজনপ্রীতি না হয় বলে জানিয়েছেন তিনি।

এমপি শওকত হাসানুর রহমান রিমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যেন নিজ এলাকার ভোটারদের কে বাছাই করে এ সহায়তার তালিকা না দেন। বরং যারাই ক্ষতিগ্রস্থ তাদেরকে কেই দিবেন যদি তারা আপনাকে ভোট প্রদান নাও করে।

এছাড়াও এ উপজেলার অসহায়, ভিক্ষুক, অগ্নিদগ্ধ পরিবার সহ ২৫০ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে পুর্নবাসন করার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

(এটি/এসপি/জুলাই ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test