E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় পাচারের সময় গজারি কাঠ জব্দ

২০১৯ জুলাই ৩০ ১৬:১১:২৭
কাপাসিয়ায় পাচারের সময় গজারি কাঠ জব্দ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে গজারি বন কেটে পাচারের সময় প্রায় ১ হাজার সিএফটি (৮১ পিস) গজারি কাঠ ঊদ্ধার করেছে বনবিভাগের সূর্যনারায়নপুর ভিট অফিস। রোববার রাতে বলখেলার বাজার সংলগ্ন দরপাড়া গ্রামের মুচিবাড়ির পাশ থেকে এ কাঠ গুলো জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের বলখেলার বাজার সংলগ্ন দরপাড়া গ্রামের মুচিবাড়ি এলাকা থেকে রোববার রাতে অবৈধ ভাবে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা ৮১ পিস গজারি কাঠ পাচার করছিল। বিষয়টি এলাকাবাসি পর্শ্ববর্তী বনবিভাগের ভিট অফিস ও কাপাসিয়া উপজেলা প্রশাসনকে জানালে তাদের উপস্থিতি টের পেয়ে গাছ গুলো ফেলে রেখে কাঠ ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধ কাঠ পাচারকারী চক্র পাবুর গ্রামের সাফির উদ্দিন ভুইয়া গং এবং কাপাসিয়া সদরের খোদাদিয়া গ্রামের সবুজসহ চিহ্নিত কিছু কাঠ ব্যবসায়ী প্রতিনিয়তই এসব করে থাকেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরাকে জানান। পরে নির্বাহী অফিসার থানা পুলিশ এবং সূর্য্যনারায়নপুর ভিট কর্মকর্তা মোঃ আনিছুরকে গাছ গুলো জব্দ করার নির্দেশ দেন।

এ ব্যাপারে সূর্যনারায়নপুর ভিট অফিস কর্মকর্তা মোঃ আনিছ জানান, রাতে চাঁদপুর ইউনিয়নের বলখেলার বাজার সংলগ্ন দরপাড়া গ্রামের মুচিবাড়ি এলাকায় কিছু অবৈধ গজারি কাঠ পড়ে থাকতে দেখেন। পরে তিনি কাপাসিয়া থানার এসআই মোঃ মনির হোসেন ও এলাকাবাসীর উপস্থিতিতে ৮১ পিস গজারি কাঠ জব্দ করে ভিট অফিসে রাখা হয়েছে এবং এ বিষয়ে বন আইনে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

(এসকেডি/এসপি/জুলাই ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test