E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সমুদ্র উত্তাল : পাথরঘাটায় নিরাপদ আশ্রয়ে শতাধিক ট্রলার

২০১৯ জুলাই ৩১ ১৬:৫৭:৫৪
সমুদ্র উত্তাল : পাথরঘাটায় নিরাপদ আশ্রয়ে শতাধিক ট্রলার

অমল তালুকদার, বরগুনা : বৈরী আবহাওযা। সমুদ্র উত্তাল।  উপকূলে  শতশত মাছ ধরার ট্রলার। জেলেরা আশ্রয় নিয়েছে নিরাপদে । দেশের অন্যতম  মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারের প্রবেশদ্বার বিশখালী শাখা নদীতে এখন অসংখ্য মাছধরা ট্রলার নোঙ্গর করে আছে। গত দু'দিন ধরে  নদীর মোহনায় এসব জেলে ট্রলার  নোঙ্গর করে রাখতে দেখা যাচ্ছে।

৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে ইলিশ শিকারে গিয়ে ট্রলারগুলো দুর্যোগপূর্ন আবহাওয়ার সম্মুখীন হয়। যার ফলে পুনরায় তারা ঘাটে ফিরে আসে। বাংলাদেশ মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান,দুর্যোগপূর্ন আবহাওয়ায় জেলেদের জীবনে ঝুঁকি বেরে যায়। তখন তারা আর সমুদ্রে থাকতে চায় না। পাথরঘাটার রুহিতা এলাকার জেলে ফারুক জানান,৪০/৫০ বাম বাইরে অর্থাৎ গভীর সমুদ্রে প্রচুর ইলিশ রয়েছে।

এ অবস্থায় বৈরি আবহাওয়া তাদের জীবীকায় এক ধরনের কুঠারাঘাত করলো। জেলে মামুন মাঝি'র বিশ্বাস, দু’ এক দিনের মধ্যেই আবহাওয়া ভালো হবে। তখন সহযোগি সকল জেলেরা আবার সাগরে ফিরে যাবে বলেও জানান তিনি।
পাথরঘাটার চরদুয়ানীর জেলে বাদল বয়াতী জানিয়েছেন ৬দিন আগে সাগরে মাচ শিকারে যান তিনি। আবহাওয়ার খারাপ সংবাদে আবার ঘাটে ফিরে আসি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ও মৌসুমী বায়ুর তারতম্যের কারনে দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকবে।

সব মিলিয়ে বৈরী আবহাওয়ায় উপকূলের কোনো জেলেই আর সমূদ্রে অবস্থান করতে রাজী নন।

(এটি/এসপি/জুলাই ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test