E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে বন্যা দূর্গতদের পাশে ত্রাণ নিয়ে মধুমতি ব্যাংক

২০১৯ জুলাই ৩১ ১৭:৪৭:৪৮
নাগরপুরে বন্যা দূর্গতদের পাশে ত্রাণ নিয়ে মধুমতি ব্যাংক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বন্যা দূর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাড়িয়েছে মধুমতি ব্যাংক। উপজেলার গয়হাটা, ভারড়া, সলিমাবাদ ও দপ্তিয়র সহ ০৪ টি ইউনিয়নের বন্যা দূর্গত ১ হাজার পরিবারের মাঝে মধুমতি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রামে এ ত্রাণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

এ সময় ত্রাণ নিতে আসা বন্যা দূর্গত মানুষের উদ্দেশ্যে আহসানুল ইসলাম টিটু বলেন, বর্তমান সরকার দূর্গত মানুষের পাশে প্রথম দিন থেকেই রয়েছে। সরকার বন্যা পরবর্তী সময়ে প্রতিটি পরিবারকে পূনর্বাসন করবে। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে নাগরপুর উপজেলার প্রতিটি দূর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরন করেছি। এখন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান দূর্গত মানুষের পাশে দাড়াতে এগিয়ে আসছে। আজকে মধুমতি ব্যাংক তার সিএসআর কার্যক্রমের আওতায় আমাদের উপজেলার দূর্গত মানুষের পাশে দাড়িয়েছে। এ রকম সরকারের পাশাপাশি আরও বেসরকারী প্রতিষ্ঠান দূর্গত মানুষের পাশে দাড়ালে আমরা যেকোন দূর্যোগ মোকাবেলা করতে পারবো।

বুধবার দিনভর উপজেলার গয়হাটা, ভারড়া, সলিমাবাদ ও দপ্তিয়র ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল বিতরন করা হয়। মধুমতি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা নৌ-পথে সলিমাবাদ, ভারড়া ও দপ্তিয়র ইউনিয়নের চরাঞ্চল, শাহজানী, পাইকশা মাইঝাইল ও নিশ্চিন্তপুর গ্রামের বন্যাদূর্গত এলাকা পরিদর্শন শেষে ১ হাজার পরিবরের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, বেকড়া ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন প্রমূখ।

(আরএসআর/এসপি/জুলাই ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test