E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার দিলেন ইউএনও

২০১৯ জুলাই ৩১ ১৭:৫৫:১০
কালিহাতীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার দিলেন ইউএনও

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীর ১৭০টি সরকারি ও ২টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়সহ  ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। ইউএনও’র এই ব্যতিক্রমী উদ্যোগকে প্রশংসা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। সারাদেশের কোথাও একযোগে এভাবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপিত হয়নি।

জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানার জন্যে কালিহাতীর ইউএনও শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্নধর্মী এই উদ্যোগ গ্রহণ করেছেন। যা সকল মহলে প্রশংসিত হয়েছে এবং বিদ্যালয়ের কোমলমতী ছাত্র-ছাত্রীদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

কালিহাতী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুব রহমান বলেন, এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক। প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ইউএনও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলে আমরা অনেক কিছুই আগে জানতাম না, এর মাধ্যমে ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারছি।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কোমলমতী ছাত্র-ছাত্রীদের জানা দরকার। আগামী ২০২০ সালে মুজিব বর্ষের তাৎপর্য তুলে ধরার জন্যে বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার দিয়েছি। উপজেলা পরিষদসহ বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে এগুলো স্থাপন করা হয়েছে।

এ বিয়য়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানার জন্যে বিদ্যালয়গুলোতে ইউএনও’র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন অত্যন্ত ভাল উদ্যোগ। অফিস আদালতসহ বিভিন্ন স্থানে স্থাপনের উদ্যোগ নেয়া হবে।

(আরকেপি/এসপি/জুলাই ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test