E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে বাদাইজাল ধ্বংস

২০১৯ আগস্ট ০১ ১৮:২১:৩০
চাটমোহরে বাদাইজাল ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও গুমানী নদীতে পোনা ও ডিমওয়ালা মাছ নিধনরোধে বৃহস্পতিবার ও বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন বিলে এই অভিযান চলাকালে মৎস্য শিকারীরা পালিয়ে যায়। অভিযানে হান্ডিয়াল ওয়াপদা বাঁধের পূর্বপাশ থেকে একটি বাদাই জাল ও নিমাইচড়া এলাকা থেকে আরেকটি বাদাইজাল আটক করা হয়। নিমাইচড়া গ্রামের আব্দুস সালাম ও আল আমিন এই জাল দিয়ে রেনু পোনা ও ডিমওয়ালা মাছ ধরছিলেন। জালসহ তাদেরকে আটক করা হয়।

পরে হান্ডিয়ালে জনসম্মুখে এই জাল পোড়ানো হয়। ধ্বংস করা জালের আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান। অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/আগস্ট ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test