E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠে নেমেছেন ডিসি

২০১৯ আগস্ট ০১ ১৮:৩০:১৪
বরিশালে ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠে নেমেছেন ডিসি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি, মশক নিধনে কাজ করি” শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় ঝাড়ু হাতে নিয়ে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাঠে নেমেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল জিলা স্কুলের আয়োজনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রথমদিনে জিলা স্কুল ভবনের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জিলা স্কুলের প্রধানশিক্ষক বিশ্বনাথ সাহাসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তাররোধে বাড়ির চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান করেন। এর আগে বুধবার জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

(টিবি/এসপি/আগস্ট ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test