E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরের ‘হোগল গুড়া’ পুষ্টিকর সুস্বাদু খাবার

২০১৯ আগস্ট ০২ ১৬:১৬:৫৮
রায়পুরের ‘হোগল গুড়া’ পুষ্টিকর সুস্বাদু খাবার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে হোগলা পাতা ও এ থেকে সংগৃহীত গুড়া জনপ্রিয় হয়ে উঠেছে। দুর্গম চরাঞ্চলে প্রাকৃতিকভাবে উৎপাদিত হচ্ছে হোগলা পাতা। তার ফুল থেকে গুড়া নিয়ে বাজারে বিক্রি করছেন লাভবান হচ্ছেন দরিদ্র কৃষক। স্থানীয় ভাষায় যা হোগল নামে বেশী পরিচিত। 

কৃষক জানান, হোগলা পাতা থেকে তৈরি পাউডারের পুষ্টিগুণ প্রচুর ও সুস্বাদু হওয়ায় রয়েছে চাহিদাও। আষাঢ় ও শ্রাবণ মাসে হোগলা পাতার ফুল থেকে গুড়া সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। বাজারে প্রতি কেজি হোগলের গুড়া একশ’ ৬০ থেকে একশ’ ৮০ টাকায় বিক্রি করেন কৃষক। সরকারি পর্যায়ে উদ্যোগ নেয়া হলে সারাদেশে হোগলা পাতা ও এর গুড়া বাজারজাত করা সম্ভব, জানিয়েছেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এ টি এম খুরশেদ আলম।

তিনি বলেন, হোগলা পাতার ফুল থেকে যে পাউডারগুলো হয় সেটিই হোগলের গুড়ি। এটি চকচকে হলুদ রঙের হয়। এ গুড়োটি খুব পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। হোগলের গুড়া দিয়ে এখানে জনপ্রিয় একটি কেক তৈরি হয়। রায়পুর উপজেলার চরবংশী, খাসের হাট, ঘাসিয়ার চর, চরপাতা, সদর উপজেলার পশ্চিম চর রমনীমোহন ও মধ্যম চর রমনীমোহনে হোগলা পাতা বেশী উৎপাদিত হচ্ছে।

হোগল রান্নার প্রস্তুত প্রণালী : বাজার থেকে ৫০০ গ্রাম হোগল কিনে ৩ কাপ পরিমান নারলে বাটা, ২ কাপ পরিমান চিনি, এক কাপ পরিমান পানি মিশিয়ে চুলায় হালকা তাপে রেখে দিলেই ১০ মিনিটেই তৈরী হয়ে যায় সুস্বাদু হোগল। ।

(পিকেআর/এসপি/আগস্ট ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test