E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে আ.লীগ কর্মীকে হত্যার ঘটনায় মামলা 

২০১৯ আগস্ট ০২ ১৭:৩১:৪৯
বাগেরহাটে আ.লীগ কর্মীকে হত্যার ঘটনায় মামলা 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে গভির রাতে ৪টি বসতবাড়িতে একযোগে হামলা চালিয়ে এক আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

নিহত আওয়ামী লীগ কর্মী সালাম সরদারের চাচাত ভাই মোসলেম সরদার বাদি হয়ে বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ থানায় মালাটি দায়ের করেন। মামলায় আটক শফিকুর রহমান মন্টুকে প্রধান আসামি করে ১৫ জনকে এজাহার নামিয় আসামি করা হয়েছে। অজ্ঞত আছে আরো ২০ থেকে ৩০ জন।

গত ৩০ জুলাই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে এক যোগে ৪টি বসতবাড়িতে একযোগে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় আওয়ামী লীগ কর্মী সালাম সরদার (৪০) নিহত হয়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ৫ নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ বুধবার মন্টু মোল্লা ও ফয়সাল ইসলাম নামে দু’জনকে আটক করে। নিহত সালাম সরদার ছোট কুমারখালী গ্রামে এরফান উদ্দিন সরদারের ছেলে।

অপর আহত গড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শামীম সরদার(২৪), তার স্ত্রী জান্নাতি বেগম(১৯), পিতা এসমাইল সরদার(৫০), রাকিব সরদার(১৪), মোজাম সরদার(৫০), লোকমান সরদার(৪০) ও মঞ্জু বেগম(৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজনৈতিক শত্রুতার কারনে পরিকল্পিতভাবে এ হামলা ও হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন নিহত সালম সরদারের স্ত্রী রেক্সনা বেগম।

তিনি বলেন, ২০০১সালে জাতীয় নির্বাচন চলাকালে জামায়াত বিএনপির কর্মীদের হাতে নিহত আওয়ামী লীগ কর্মী এনায়েত সিকদার হত্যা কান্ডের ঘটনায় স্বাক্ষী এই বংশের লোকজন। এ কারনেই ওই মামলার আসামিরা দলবদ্ধ ভাবে এ হামলা চালিয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের চাচাত ভাই মোছলেম সরদার বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে এ কর্মকর্তা আরো জানান, দীর্ঘ দিনের পূর্ব শত্রুতা এবং ২০০১সালে জাতীয় নির্বাচন চলাকালে জামায়াত বিএনপির কর্মীদের হাতে নিহত আওয়ামী লীগ কর্মী এনায়েত সিকদার হত্যা কান্ডের ঘটনায় স্বাক্ষী হওয়ায়র কারনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মন্টু মোল্লা ও জাফর শেখ নামে দু’জনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকী আসামিদেরও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

(এসএকে/এসপি/আগস্ট ০২, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test