E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় বিদুৎস্পর্শে ও পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু

২০১৯ আগস্ট ০৩ ১৭:৩৩:২৫
কাপাসিয়ায় বিদুৎস্পর্শে ও পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সকালে  বিদ্যুৎ স্পর্শ হয়ে মো: বকুল মিয়া  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চেংনা গ্রামের মৃত সোবাহানের পুত্র।

জানা যায়, আজ দুপুরে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যেয়ে বাঁশের অগ্রভাগ বিদ্যুৎ লাইনের সাথে আটকে যায়। এসময় বকুল মিয়া তার হাতে থাকা বাঁশ বিদ্যুৎ স্পর্শ হয়ে গুরুতর আহত হয়। পরে মনোহরদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার আড়ালিয়া গ্রামের দ্বিতীয় শ্রেনীর ছাত্র আলীফ হোসেন (৪) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে আড়লিয়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র পুত্র সন্তান।

আলীফের স্বজন আবুল হোসেন জানায়, গত শুক্রবার সকাল ৯টায় আলীফের মা’ আলীফকে নিয়ে বাড়রি পাশে ব্রহ্মপুত্র নদী পার হয়ে মনোহরদী উপজেলার গাঙ্গগলকান্দি ভূইয়া মার্কেট এলাকায় মেধা বিকাশ কিন্ডার গার্ডেন স্কুলে দিয়ে বাড়িতে চলে আসে। এ সুযোগে আলীফ তার সহপাঠিদের সঙ্গে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর আজ শনিবার সকালে আড়ালিয়া এলাকায় সরকারি ড্রেজার সংলগ্ন স্থানিয় লোকজন মৃত দেহ ব্রহ্মপুত্র নদীতে ভাসতে দেখে টোক পুলিশ ফাড়িতে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় স্বজনদের নিকট শিশুটির মর দেহ হস্তান্তর করেন।

(এসকেডি/এসপি/আগস্ট ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test