E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে এএসপি অফিসে ল্যাপটপ ও নগদ টাকা চুরির অভিযোগে আটক ১

২০১৯ আগস্ট ০৩ ১৮:০০:৫৯
হালুয়াঘাটে এএসপি অফিসে ল্যাপটপ ও নগদ টাকা চুরির অভিযোগে আটক ১

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলের এএসপি আলমগীর পিপিএম এর অফিসের পুলিশ সদস্য মাহিদুল রহমানের নগদ ৫২ হাজার ৫শত টাকা ও ল্যাপটপ চুরির অভিযোগে এক চোরকে আটক করেছেন থানা পুলিশ। পাশাপাশি পুলিশ ও স্থানীয়দের সহযোগিহতায় চুরি যাওয়া ল্যাবটপটি উদ্ধার করা হলেও নগদ ৫২ হাজার ৫শত টাকা উদ্ধার করা যায়নি। গত ২ আগষ্ট সন্ধার পর এএসপি আলমগীর পিপিএম এর অফিসে চুরির ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার স্বদেশী ইউনিয়নের মাছাইল গ্রামের সাইদুল ইসলামের পুত্র পেশাদার চোর মনির হোসেন (২২) সুপারি গাছ বেয়ে এএসপি অফিসে উঠে জানালা দিয়ে কৌশলে একটি ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্য মাহিদুল দেখে ফেলে। এ সময় চোর মনির মিয়া দৌরে পালোনোর চেষ্টা করে দর্শা নদীতে ঝাপদিয়ে ঝুপের ভিতর পালিয়ে থাকে। পরে থানা পুলিশ ও স্থানীয়রা পানিতে নেমে কৌশলে চোর মনির মিয়া কে আটক করেন।

আটক মনির মিয়াকে সাথে নিয়ে চোরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করেন হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম। এ সময় চোরি যাওয়া নগদ অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আটককৃত চোর মনির মিয়ার নামে চোরির অভিযোগে হালুয়াঘাট থানায় একাদিক মামলা রয়েছে। চুরির অপরাধে তাকে বেশ কয়েক বার আটক করেন থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সার্কেল অফিসে চোরির ঘটনায় মামলা রুজু করেছেন। যাহার নং-৩। আটককৃত মনিরকে আদালেতে প্রেরণ করেছেন। আটককৃত চোর মনির হোসেন পাগলপাড়া গ্রামের সারোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া বলে জানান।

(জেসিজি/এসপি/আগস্ট ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test